দিরাই,সুনামগঞ্জ।
তারিখ ০১-০১-২০২৪
প্রিয় সৃজন,
পত্রের প্রথমেই আমার আন্তরিক ভালোবাসা নিও। আমার পরীক্ষা শেষ হয়েছে আজ দুই দিন হলো। আগামীকাল তোমার পরীক্ষাও শেষ হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর তোমার, আমাদের বাড়িতে আসার কথা। তাই পরীক্ষা শেষ হওয়ার পরের দিন তুমি তোমার বড় ভাইকে নিয়ে আমাদের বাড়ি চলে আসবে। আমাদের এলাকায় বড় মেলা অনুষ্ঠিত হবে। তুমি এলে খুব মজা হবে এবং খুব ভালো লাগবে। আমাদের গ্রামের এ মেলায় অনেক মানুষের সমাগম হয়। তুমি এলে আমরা দুইজনে মিলে মেলায় ঘুরবো এবং অনেক গল্প করব।
আর বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোমার বাবা মাকে প্রণাম জানিয়ে শেষ করলাম।
ইতি
তোমার প্রিয় বন্ধু
রবিন হুড।
No comments:
Post a Comment